মোদের গরব মােদের আশা আ'মরি বাংলা ভাষা"
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
আজ সোমবার (২১ ফেব্রুয়ারি ২০২২ খ্রিঃ) সকাল ১১:০০ ঘটিকায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি বরিশাল অডিটোরিয়ামে জেলা প্রশাসন বরিশাল কর্তৃক আয়োজিত আলােচনা সভা, পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সম্মানিত অতিরিক্ত আইজিপি, পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম-বার মহোদয়।
এ সময় তিনি বক্তব্যের শুরুতেই যে সকল শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মায়ের ভাষায় কথা বলতে পারছি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অনেকগুলো ধারাবাহিক আন্দোলন-সংগ্রামকে এক সুতোয় বেঁধে বাঙালির মনে জাতীয় চেতনার উন্মেষ ঘটিয়ে যারা দেশকে স্বাধীন করেছিলেন, দেশের জন্য নিজের জীবন আত্মাহুতি দিয়েছেন তাদেরকে এবং তাদের আত্মত্যাগকে আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি।
এ সময় তিনি কোমলমতি শিক্ষার্থীদের নিকট ভাষা আন্দোলন ও স্বাধীনতার প্রেক্ষাপট ও ইতিহাস তুলে ধরে বলেন, অনেক ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে আমরা মায়ের ভাষায় কথা বলতে পারছি, মায়ের ভাষায় কথা বলার অধিকার অর্জনের জন্য নিজের জীবন আত্মাহুতি দেওয়া পৃথিবীর ইতিহাসে বিরল।
তাই মায়ের ভাষার ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে অত্যন্ত সচেতন হতে হবে। আকাশ সংস্কৃতির প্রভাবে আমরা যেন নিজের ভাষাকে বিকৃত করে না ফেলি। আমাদের ভাষার প্রতি, সংস্কৃতির প্রতি এখনো যেই আগ্রাসন চলছে তা মোকাবেলার জন্য আমাদের তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। তাহলেই যারা ভাষার জন্য নিজের জীবন দিয়েছিলেন তাদের যোগ্য উত্তরসূরি হিসেবে তাদের প্রতি সম্মান দেখানো হবে।
উল্লেখ্য যে এ সময় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কোমলমতি শিক্ষার্থীদের হাতে আমন্ত্রিত অতিথি গন পুরস্কার তুলে দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মােঃ আমিন উল আহসান, বিভাগীয় কমিশনার বরিশাল, এস এম আক্তারুজ্জামান, উপ-মহা-পুলিশ পরিদর্শক, বরিশাল রেঞ্জ বরিশাল, ড. মােহাম্মদ গােলাম কিবরিয়া, অধ্যক্ষ সরকারি ব্রজমােহন কলেজ, বরিশাল, মােঃ মারুফ হােসেন পিপিএম, পুলিশ সুপার, বরিশাল, মােঃ আহসান হাবিব, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ বরিশাল, সৈয়দ ফারুক আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা, বরিশাল সিটি কর্পোরেশন, বরিশাল, অ্যাড, তালুকদার মােঃ ইউনুস, সাধাৱণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, বরিশাল জেলা শাখা,বীর মুক্তিযােদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক, বীর প্রতীক, বরিশাল, প্রফেসর শাহ সাজেদা, সভাপতি সনাক বরিশাল, জসীম উদ্দীন হায়দার, জেলা প্রশাসক বরিশাল সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ, কোমলমতি শিক্ষার্থী, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।