পঞ্চগড়ে ব্যাটারি দোকানে চুরি
মোঃ লিহাজ উদ্দিন, (পঞ্চগড়):
পঞ্চগড়ে মায়ের দোয়া নামের একটি ব্যাটারির দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। রোববার দিবাগত রাতে পঞ্চগড় সদর উপজেলার হেলিপোর্ট বাজারে এঘটনা ঘটে।
জানা যায়, প্রতিদিনের মতো রোববার রাত ১০ টার দিকে দোকানে তালা দিয়ে বাড়ি ফেরেন দোকানি মোছাদ্দেক হোসেন।
আজ (২১ ফেব্রুয়ারি) সোমবার সকালে লোক মারফতে ছোটভাই মসলিম উদ্দিন দোকানের তালা কাটা শুনে ফোনে বড়ভাই মোছাদ্দেক হোসেনকে জানান।
তিনি এসে দেখেন দোকানে তালা নাই, ভিতরে গিয়ে দেখেন ২৮ টি ভ্যানের ব্যাটারি ও ড্রয়ারে রাখা টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোর।
দোকানি মোছাদ্দেক হোসেন জানান,দোকানের তালা কেটে ২৮ টি ব্যাটারি ও ড্রয়ারে কিছু টাকা ছিল তা নিয়ে গেছে চোর। থানায় মৌখিকভাবে জানানো হয়েছে।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মিঞা জানান,দোকানে চুরির বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।