শিরোনাম

South east bank ad

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে অগ্রণী ব্যাংকের শ্রদ্ধা জ্ঞাপন

 প্রকাশ: ২১ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

প্রতি বছরের ন্যায় যথাযোগ্য মর্যাদায় অগ্রণী ব্যাংক মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করে। দিবসের অংশ হিসেবে সকাল ১০টায় স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রীয় শহীদ মিনারে অগ্রণী ব্যাংক এমডি এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম এর নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান গাজী, আনোয়ারুল ইসলাম, মহা ব্যবস্থাপক ও সিএফও মোঃ মনোয়ার হোসেন এফসিএ, মহাব্যবস্থাপক (এইচ আর পিডিওডি) আখতারুল আলম, মহাব্যবস্থাপক( ক্যামেলকো) এ কে এম শামীম রেজা ,উপ-মহাব্যবস্থাপক মোঃ মনিবুর রহমান, অফিসার সমিতি, অগ্রণী ব্যাংক মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড এবং সিবিএর নেতৃবৃন্দ।

পরবর্তীতে বিকেল ৩.৩০ মিনিট অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ‘মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস’ বিষয়ে এক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: