শিরোনাম

South east bank ad

চট্টগ্রামে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

 প্রকাশ: ২১ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

মহান ‘শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে শ্রদ্ধার ফুলে ফুলে ভরে গেছে চট্টগ্রাম নগরীর শহীদ মিনার। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে ঢল নামে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের।

দিবসের প্রথম প্রহরে চট্টগ্রাম নগরীর মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে স্থাপিত শহীদ মিনারে ভাষা শহীদদের উদ্দেশে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।

এসময় তার সঙ্গে কাউন্সিলর ও চসিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্সের সামনের শহীদ মিনারের নির্মাণ কাজ চলমান থাকায় প্রশাসনের পক্ষ থেকে এ বিকল্প উদ্যোগ গ্রহণ করে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে।

এরপর শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, চট্টগ্রামের সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী।

এরপর নানা শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানান। এ সময় মুক্তিযোদ্ধা, চট্টগ্রামের সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানায়।

এছাড়া, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান এবং সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনসমূহে সঠিক নিয়মে, সঠিক রং ও মাপে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চট্টগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন। এছাড়াও জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: