ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন পুলিশ সুপার, চুয়াডাঙ্গা
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
"অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেইদিন বর্ণমালা, সেই থেকে শুরু মোদের দিন বদলের পালা" মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে একুশের প্রথম প্রহরে ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারিতে যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন সে সকল ভাষা শহীদদের স্মরণে চুয়াডাঙ্গা জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ জাহিদুল ইসলাম (বিপিএম-সেবা), পুলিশ সুপার, চুয়াডাঙ্গা মহোদয়।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগনসহ সর্বস্তরের অফিসারবৃন্দ। সর্বস্তরের মানুষ যেন নির্বিঘ্নে শহিদদের স্মরণে ভালবাসা নিবেদন করতে পারে সে লক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জেলা পুলিশের পক্ষ থেকে রাখা হয়েছে বিভিন্ন স্থরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।