শিরোনাম

South east bank ad

বাংলাদেশ সেনাবাহিনী হকি প্রতিযোগিতা-২০২২ সমাপ্ত

 প্রকাশ: ২০ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

আজ রবিবার (২০ ফেব্রুয়ারি ২০২২) বাংলাদেশ সেনাবাহিনী হকি প্রতিযোগিতা-২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৯ পদাতিক ডিভিশন, সাভার সেনানিবাসে অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এসবিপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগিতায় ৯ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন ও ১৯ পদাতিক ডিভিশন দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় ১৯ পদাতিক ডিভিশনের কার্পোরাল আব্দুল মালেক শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় এবং ৫৫ পদাতিক ডিভিশনের সৈনিক হৃদয় শেখ শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন।

অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সাভার এরিয়া, সেনাসদরের বিভিন্ন পরিদপ্তরের পরিচালকগণ এবং সাভার এরিয়ায় কর্মরত ঊধর্¡তন সেনা কর্মকর্তাগণসহ, জেসিও এবং অন্যান্য পদবীর সেনাসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ২০২২ তারিখ হতে শুরু হওয়া উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৫টি দল অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতার মাধ্যমে সেনাবাহিনীর সদস্যদের মধ্যে খেলোয়াড় সুলভ মনোভাবের বিকাশ ও পারস্পরিক সৌহার্দ্য আরো মজবুত হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: