কোতোয়ালী মডেল থানা পুলিশ কর্তৃক ১১ জন জুয়ারী গ্রেফতার
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
গতকাল ১৯/০২/২০২২খ্রিঃ তারিখ ২২.০৫ ঘটিকায় কোতোয়ালী মডেল থানাধীন কুয়ারপাড় পয়েন্টস্থ লাবুল আহমদ এর ভাড়া বাসায় কতিপয় জুয়ারী জুয়ার আসর বসাইয়া জুয়া খেলিতেছে মর্মে সংবাদ প্রাপ্ত হইয়া অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আলী মাহমুদ এর নির্দেশে লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ, এসআই(নিঃ)/এএইচএম রাশেদ ফজল সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ কোতোয়ালী মডেল থানাধীন কুয়ারপাড় পয়েন্টস্থ লাবুল আহমদ এর ভাড়া বাসায় অভিযান পরিচালনা করিয়া ১১ জন জুয়ারীকে জুয়া খেলারত অবস্থায় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামাদি সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ
১। মোঃ সেলিম (৫৫) পিতা- মৃত মারফত আলী, সাং- গনেশপুর, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-পশ্চিম কাজলশাহ, বাসা নং-২৮, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট।
২। মোঃ ছাব্বির (২২) পিতা- শাহীন মিয়া, সাং-বাসা নং-২০, লালাদিঘীরপাড়, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট।
৩। মোঃ বাদশা (২৬) পিতা- শুক্কুর মিয়া, সাং-ধোপাবাড়ি, কাজীরবাজার, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট।
৪। সোলেমান (৩৬) পিতা-মৃত সতিশ, সাং-লালাদিঘীরপাড়, শাকিলের বাসা ভাড়াটিয়া, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট।
৫। লাবুল (৫০) পিতা-মৃত বাদশা মিয়া, সাং-বাসা নং-১৩, লালাদিঘীরপাড়, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট।
৬। জাহেদ (৫০) পিতা- মৃত আজিজ, সাং-কুয়ারপাড়-৬৯, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট।
৭। লিটন মিয়া (৩০) পিতা- নূর মিয়া, সাং-বাসা নং-১২, কুয়ারপাড়, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট।
৮। মোঃ শিরু মিয়া (৫৫) পিতা- মৃত আব্বাস আলী, সাং-বাসা নং-১৯, কুয়ারপাড়, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট।
৯। মোঃ খলিল মিয়া (৫২) পিতা-মৃত জায়েদ আলী, সাং-কুয়ারপাড় (মনি মিয়ার বাসা), থানা-কোতোয়ালী, জেলা-সিলেট।
১০। রাদেল আহমদ (২২) পিতা- মোঃ খোর্শিদ আলম, সাং-বাসা নং-১১৭, কুয়ারপাড়, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট।
১১। মোঃ রুবেল (৪১) পিতা- মোঃ মাখন মিয়া, সাং-বাসা নং-৮৮, লালাদিঘীরপাড়, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট।