ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
গতকাল ১৯/০২/২০২২ খ্রিঃ তারিখ এসআই(নিরস্ত্র)/মোঃ মাহাবুর আলম মন্ডল, সঙ্গীয় অফিসার এএসআই(নিরস্ত্র) মোঃ রেজাউল করিম, এএসআই(নিঃ) মোঃ আব্দুস সালাম, এএসআই(নিরস্ত্র) ফারুক আহমদ, সর্ব কর্মস্থল জালালাবাদ থানা, এসএমপি, সিলেট সহ জালালাবাদ থানা এলাকায় মাদক উদ্ধার জনিত বিশেষ অভিযান পরিচালনা করাকালে রাত অনুমান ২১:১০ ঘটিকার সময় নাজিরেরগাঁও পয়েন্টে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, জালালাবাদ থানাধীন নাজিরেরগাঁও (দিঘীরপাড়) সাকিনস্থ আছির আলীর বাড়ির সম্মুখস্থ খালি জমির উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে।
বাদী উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে এবং কর্তৃপক্ষের নির্দেশক্রমে সঙ্গীয় অফিসার সহ ঘটনাস্থল জালালাবাদ থানাধীন নাজিরেরগাঁও (দিঘীরপাড়) সাকিনস্থ আছির আলীর বাড়ির সম্মুখস্থ খালি জমির উপর রাত অনুমান ২১:৩০ ঘটিকার সময় পৌছাইয়া সঙ্গীয় অফিসারদের সহায়তায় আসামী ১। মঈনুর আহমদ (২৮), পিতা-মৃত আশিক আলী, মাতা-সমুরুন নেছা, স্ত্রী-আমিনা, সাং-টিলারগাঁও, থানা-জালালাবাদ, জেলা-সিলেট, ২। তুষার হাসান (২০), পিতা-তারেক মিয়া, মাতা-তাহমিনা বেগম, সাং-উপশহর, ব্লক-বি, রোড নং-১৩, বাসা নং-৩৭, ২য় তলা, থানা-শাহপরাণ (রহঃ), জেলা-সিলেট, দ্বয়কে ধৃত করেন।
ধৃত আসামী দ্বয়ের দেহ তল্লাশী করিয়া তাহাদের হেফাজত হইতে সর্বমোট ২৫ (পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান-(২৫x৩০০)=৭,৫০০/- (সাত হাজার পাঁচশত) টাকা এবং ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের নগদ ৭০০/-(সাতশত) টাকা উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে ১৯/০২/২০২২ খ্রিঃ তারিখ রাত ২১:৫০ ঘটিকার সময় এসআই(নিঃ)/মোঃ মাহাবুর আলম মন্ডল জব্দ তালিকা মূলে জব্দ করেন।
পরবর্তীতে এই সংক্রান্তে এসআই(নিঃ)/মোঃ মাহাবুর আলম মন্ডল বাদী হইয়া আটক ০২ জন আসামীর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করিলে জালালাবাদ থানার মামলা নং-২৩, তাং-২০/০২/২০২২খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০(ক)/৪১ রুজু করা হয়। আটক আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইতেছে। বিষয়টি থানার চার্জ অফিসার, এসআই(নিঃ)/মোঃ আসাদুজ্জামান, জালালাবাদ থানা, এসএমপি,সিলেট নিশ্চিত করেন।