শিরোনাম

South east bank ad

জনতা ব্যাংকের ডিএমডি হলেন শেখ মো. জামিনুর রহমান

 প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

শেখ মো. জামিনুর রহমানকে জনতা ব্যাংক লিমিটেডে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে বদলিপুর্বক পদায়ন করা হয়েছে। এর আগে তিনি কর্মসংস্থান ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও তথ্য প্রযুক্তি (আইসিটি) ডিভিশনের মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

গত বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি, ২০২২) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক শাখার এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, কর্মসংস্থান ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) শেখ মো. জামিনুর রহমানকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত জনতা ব্যাংক লিমিটেড- এর উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে বদলিপুর্বক পদায়ন করা হলো।

তিনি ১৯৯৯ সালে সিনিয়র প্রোগ্রামার (এসপিও) হিসেবে জনতা ব্যাংকে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ব্যাংকিং খাতে আধুনিক তথ্যপ্রযুক্তির বিভিন্ন কলাকৌশল ব্যবহারের জন্য তিনি অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে প্রশংসাপত্র লাভ করেন।

শেখ মো. জামিনুর রহমান ১৯৬৫ সালে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার জয়পুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য শেখ মোঃ জামিনুর রহমান ইন্সটিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ থেকে ডিএআইবিবি ডিগ্রি অর্জন করেন এবং দেশে-বিদেশে ব্যাংকিং বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ কোর্স ও কর্মশালায় অংশগ্রহণ করেন।

শেখ মো. জামিনুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে বিএসসিসহ (সম্মান) এমএসসি ডিগ্রি অর্জন করেন। নিউজটি আপনি পড়ছেন ব্যাংকিং নিউজ বিডি ডটকম-এ। ব্যাংকিং কর্মকাণ্ডের পাশাপাশি তিনি সৃজনশীল কাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি বাংলাদেশ কম্পিউটার সোসাইটিরসহ সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের আজীবন সদস্য।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: