হাটহাজারীতে ইয়াবাসহ তিন নারী আটক
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
চট্টগ্রামের হাটহাজারীতে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে তিন নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাদের কাছ থেকে ১৮ হাজার ৬০০ ইয়াবা জব্দ করা হয়।
গতকাল বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কক্সবাজার সদরের দক্ষিণ রুমালিয়া ছড়া এলাকার বাসিন্দা হোসেন আহম্মদের স্ত্রী ফাতেমা বেগম (৪০), একই এলাকার আবদুর রহিমের স্ত্রী হালিমা বেগম (৩২) ও জসিম উদ্দিনের স্ত্রী আসমাউল হুসনা (২৬)।
র্যাব জানায়, রাঙ্গামাটি থেকে অটোরিকশাযোগে মাদকের একটি বড় চালান চট্টগ্রামে আসছে- এমন সংবাদে হাটহাজারী এলাকায় একটি বিশেষ চেকপোস্ট বসানো হয়। বিভিন্ন গাড়ি তল্লাশির সময় একটি অটোরিকশা থেকে তিন নারী পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে বিশেষ কৌশলে কচুমুখী সবজিতে রাখা ইয়াবা জব্দ করা হয়।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার জাগো নিউজকে বলেন, আটক তিন নারী থেকে জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৬ লাখ টাকা। তারা দীর্ঘদিন ধরে নিত্যনতুন কৌশলে মাদক পরিবহন করে আসছিলেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।