চীফ অব জেনারেল স্টাফ (সিজিএস) এর সাথে তুরস্কের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
গতকাল ১৭ ফেব্রুয়ারি ২০২২ (বৃহস্পতিবার) বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেঃ জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এসবিপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি এর সাথে তুরস্কের সমরাস্ত্র নির্মান কোম্পানী Roketsan এর একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে।
তুরকিশ Roketsan বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম বড় সাপ্লাইয়ার এবং ইতোমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীকে TRG-300 Kaplan এবং TRG-230 MLRS সরবরাহ করেছে।
২০২১ সালের জুলাই মাসে বাংলাদেশের সাথে Roketsan এর একটি মাল্টি-মিলিয়ন ডলারের সামরিক চুক্তি হয় যার আওতায় বিমানবাহিনীর জন্য TEBER MK-82 লেজার গাইডেড বোম্ব, নৌবাহিনীর জন্য Anti-Ship missile এবং অজানাসংখ্যক ও অজানা মডেলের Air Defense মিসাইল কেনা হয়।