শিরোনাম

South east bank ad

কাশিয়ানীতে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

 প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল (১৬ ফেব্রুয়ারি) বুধবার গভীর রাতে উপজেলার মহেশপুর ইউনিয়নের নড়াইল জোড়া ব্রিজ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার ব্যাসপুর গ্রামের ঠান্ডু শিকদারের ছেলে তরিকুল শিকদার (২৫), মো. পান্নু শেখের ছেলে সাইফুল ইসলাম হৃদয় (২৬), মৃত নবীর শেখের ছেলে শহিদুল ইসলাম ওরফে শাহিদ শেখ (৪৩)।

এসময় তাদের কাছ থেকে একটি স্ট্রীলের চাপাতি, একটি স্ট্রীলের চাকু, একটি কাটার, একটি সেলাই রেঞ্জ, লাল রঙের কস্টেপ উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার (কাশিয়ানী ও মুকসুদপুর সার্কেল) মো.শাহীনুর চৌধুরী জানান, গভীর রাতে মহেশপুর ইউনিয়নের নড়াইল জোড়া ব্রিজ এলাকায় একদল ডাকাত সড়কে যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো।

গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ওই এলাকা ঘিরে ফেলে তাদেরকে গ্রেফতার করে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ রায়হান বলেন, এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: