শিরোনাম

South east bank ad

শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

 প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এস.এম রফিকুল ইসলাম ইসলাম, (নেত্রকোনা):

নেত্রকোনার দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ২০২১-২০২২ অর্থ বছরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্প সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৬ষ্ঠ হতে ১০শ্রেণীর ১৫ জন শিক্ষার্থীকে ছয় হাজার টাকা করে এবং ১০জনকে বাইসাইকেল প্রদান করা হয়েছে।

আজ (১৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সোমেশ^রী হল রুমে সংসদ সদস্য মানু মজুমদার প্রধান অতিথি থেকে এগুলি বিতরণ করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল আহসান এর সভাপতিত্বে একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নাসির উদ্দীন'র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্যদেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন আল আজাদ। এছাড়া মঞ্চে উপবিষ্ট ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদুল হক খান, প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন আকুঞ্জি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিভাস রঞ্জন দাস, দুর্গাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মীর মাহবুবুর রহমান, সাবেক পৌর মেয়র আব্দুস সালাম, যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, আওয়ামীলীগ নেতা বিপ্লব মজুমদার, পাভেল চৌধুরী প্রমূখ। এর আগে ২নং দুর্গাপুর ইউনিয়নের চলমান আবাসন প্রকল্প ও বীর নিবাস প্রকল্প পরিদর্শন করেন সংসদ সদস্য মানু মজুমদার।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: