জেলা পুলিশ, বগুড়া'র অনন্য আভিযানিক সাফল্য
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
বগুড়া জেলা পুলিশের রুদ্ধশ্বাস অভিযানে ১২ ঘণ্টার মধ্যে হত্যাকান্ডের সাথে জড়িত আইনের সাথে সংঘাতে লিপ্ত কিশোর (কথিত প্রেমিক)-সহ সকল অভিযুক্ত গ্রেফতার, রক্তমাখা জ্যাকেটসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা উদ্ধার।
পুলিশ সুপারের কার্যালয়ে এ সংক্রান্তে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বগুড়া পৌর পার্কে প্রণয়ঘটিত বিরোধের জের ধরে মিরাজ হোসেন নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এর পরপরই জেলা পুলিশের গোয়েন্দা বিশেষ টিম রুদ্ধশ্বাস অভিযানে ১২ ঘন্টার মধ্যে হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে গ্রেফতার করে।