শিরোনাম

South east bank ad

মাধবপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত

 প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ জাহান রনি, (হবিগঞ্জ):

হবিগঞ্জের মাধবপুরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায়, প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের সামনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পশু-পাখি,গবাদি পশু ও মৎস খামারিদের অংশগ্রহণের মাধ্যমে প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস সাত্তার বেগ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা মেয়র মোঃ হাবিবুর রহমান মানিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আশরাফ আলী,মাধবপুর থানার ওসি মোঃআব্দুর রাজ্জাক, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ ফারুক পাঠান, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আলাউদ্দিন আল রনি,সাধারণ সম্পাদক সাব্বির হাসান আকাশ, সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, সাবেক সম্পাদক মিজানুর রহমান অনিক, যুগ্ম সম্পাদক আলমগীর কবির সহ প্রমুখ ব্যক্তিবর্গ।

পরে অংশগ্রহণকারী খামারিদের স্টল পরিদর্শন করে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে সফল খামার উদ্যোক্তা হিসেবে আন্দিউড়া ইউনিয়নের গবাদিপশু খামারি মোঃমুত্তাকিন চৌধুরীকে বিজয়ী ঘোষণা করে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানটি বাস্তবায়ন করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: