শিরোনাম

South east bank ad

জ্ঞানী ড. মেঘনাদ সাহার ৬৬তম প্রয়ান দিবস

 প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

পদার্থ বিজ্ঞানে তাপীয় আয়নবাদ তত্ত্বের প্রবর্তক বিশ্বখ্যাত বিজ্ঞানী ড. মেঘনাদ সাহার প্রয়ান দিবস আজ (১৬ ফেব্রুয়ারি) বুধবার। এই বিজ্ঞানীর মৃত্যুর ৬৬ বছরেও সংরক্ষিত হয়নি তাঁর স্মৃতি চিহ্ন।

গাজীপুরের কালিয়াকৈরের নিভৃত গ্রাম শেওড়াতলীতে ১৮৯৩ সালে ৬ অক্টোবর জন্মগ্রহণ করেন খ্যাতিমান এই বিজ্ঞানী। আর ১৯৫৬ সালের ১৬ ফেব্রুয়ারি এই প্রথিতযশা বিজ্ঞানী প্রয়াত হন।

দরিদ্র ঘরে জন্ম হলেও অন্যের প্রতিপালিত হয়ে মেঘনাদ ১৯০৯ সালে প্রবেশিকা পরীক্ষায় পূর্ববঙ্গে ১ম স্থান অধিকারসহ ১৯১৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গণিত শাস্ত্রে ১ম শ্রেণীতে ২য় স্থান অধিকার করেন।

বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর ছাত্র ও সত্যেন্দ্রনাথ বসুর সহপাঠী মেঘনাদ সাহাকে পদার্থ বিজ্ঞান ও গণিত বিষয়ে অসামান্য গবেষণাসহ পরমাণুর গঠন ও পদার্থের ভৌত ধর্মাবলী বিষয়ে নতুন তত্ত্ব উপস্থাপন বিশ্বখ্যাতি এনে দেয়।

১৯২০ সালে এই বিজ্ঞানীর তাপ আয়নন তত্ত্ব প্রকাশিত হয়। এই তত্তের সাহায্যে তিনি সূর্য ও তারার অভ্যন্তরীণ অবস্থা বিশ্লেষন করেন।

জীবদ্দশায় মায়ের নামে তৈরি করে গেছেন শিক্ষায়তন। কিন্তু এ পর্যন্ত তাঁর কোন স্মৃতি চিহ্ন সংরক্ষিত করা হয়নি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: