শিরোনাম

South east bank ad

ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা

 প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ জাহান রনি, (হবিগঞ্জ):

হবিগঞ্জের মাধবপুরে মোবাইলে লাইভ চালু করে অন্তন দাস নামের এক যুবক আত্মহত্যা করছে।

আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর গ্রাম এ ঘটনা ঘটে।

থানার এস আই মোঃ হুমায়ূন করিব ঘটনাস্থলে গিয়ে ওই গ্রামের অঞ্জন দাসের ছেলে অন্তর দাস (২০) এর বসত ঘর থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। মৃতদেহ উদ্ধার করে সুরতহাল রিপার্ট তৈরী করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন।

নিহতের ব্যবহৃত মোবাইল ফোন আত্মহত্যার একটি ভিডিও পাওয়া যায়। প্রতিবেশি ও পুলিশ সূত্রে জানা যায় নিহত অন্তন দাস নোয়াপাড়ার সায়হাম কটন মিলের কর্মচারী। ২ ভাই ১ বোনের মধ্য অন্তন ছিল পরিবারের বড় সন্তান। পরিবারের লোকজনের অজান্তে ঘরের দরজা বন্ধ করে নিজের ব্যবহৃত মোবাইল ফোনে লাইভ করে গলায় ফাঁস দেয়।

প্রেম সংক্রান্ত ঘটনা নিয়ে আত্মহত্যা করছে বলে পরিবারের লোকজন সহ প্রতিবেশিরা ধারণা করছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন- ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মত্যুর সঠিক কারণ জানা যাবে।।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: