শিরোনাম

South east bank ad

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১৫ জন

 প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৫ লেখককে ২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হচ্ছে। এবার ১১ বিভাগে তারা এই পুরস্কার পেলেন।

মঙ্গলবার ‘অমর একুশে বইমেলা-২০২২’- এর উদ্বোধন অনুষ্ঠানে এসব পুরস্কার প্রদান করা হয়। বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলা একাডেমি প্রান্তে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পুরস্কার তুলে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলা একাডেমির সভাপতি কথা সাহিত্যিক সেলিনা হোসেন, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২১ প্রাপ্তরা হলেন-

• কবিতায় আসাদ মান্নান ও বিমল গুহ

• কথাসাহিত্যে ঝর্না রহমান ও বিশ্বজিৎ চৌধুরী

• প্রবন্ধ গবেষণায় হোসেনউদ্দীন হোসেন

• অনুবাদে আমিনুর রহমান ও রফিক-উম-মুনীর চৌধুরী

• নাটকে সাধনা আহমেদ

• শিশুসাহিত্যে রফিকুর রশীদ

• মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় পান্না কায়সার

• বঙ্গবন্ধু-বিষয়ক গবেষণায় হারুন-অর-রশিদ

• বিজ্ঞান কল্পবিজ্ঞান পরিবেশ বিজ্ঞান বিষয়ে শুভাগত চৌধুরী

• আত্মজীবনী স্মৃতি-কথা-ভ্রমণকাহিনি বিভাগে সুফিয়া খাতুন ও হায়দার আকবর খান রনো

• ফোকলোর বিভাগে আমিনুর রহমান সুলতান।

নির্বাচিত সবাইকে সম্মাননা স্মারকের পাশাপাশি তিন লাখ টাকা এবং সম্মাননাপত্র পাবেন। ১৯৬০ সাল থেকে বাংলা সাহিত্যের ১০টি শাখায় পুরস্কার প্রদান করছে বাংলা একাডেমি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: