শিরোনাম

South east bank ad

ট্রেন দেখে ঝাঁপ দিলো প্রেমিক যুগল

 প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

খন্দকার রবিউল ইসলাম, (রাজবাড়ী):

রেলব্রিজের পাশে বসে চুটিয়ে প্রেম করছিলেন প্রমিক যুগল।দীর্ঘ সময় এমন প্রেমের গল্প চলছিল তাদের মধ্যে।এরই মধ্যে হঠাৎ ট্রেনের শব্দ।দিশে হারা হয়ে পড়েন প্রেমমিক প্রেমিকা, কিছু না বুঝেই জীবন বাচাঁতে বাঁচাতে ব্রিজ থেকে ঝাঁপ দেন তারা।এতে গুরুতর আহত হন প্রেমিক যুগল।

বর্তমান প্রজন্মের কাছে বহুল কাংক্ষিত দিন ’১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন’স ডে’। দুখ্যজনক হলেও মানতে হবে যে প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে কিছুটা শুভ্রতার পাশাপাশি প্রগতিরূপী অশ্লীলতা, ভদ্রবেশী বর্বরতা, নগ্নতা, বেহায়াপনা, অশ্লীল প্রেম-ভালবাসার মধ্য দিয়ে পালিত হয়ে থাকে।

পশ্চিমা বিশ্বের অপসংস্কৃতি মিশে যাচ্ছে আমাদের প্রতিটি রন্দে রন্দে। আমাদের করছে বিপর্যস্ত। যুব সমাজ এই বেড়াজালে আটকে যাচ্ছে অত্যন্ত শক্তপোক্তভাবে।

কথিত ‘ভালোবাসা দিবসে হৈ চৈ, উন্মাদনা, রাঙায় মোড়া ঝলমলে উপহার সামগ্রী, নামি রেস্তোরাঁয় ‘ক্যান্ডেল লাইট ডিনার’ কে ঘিরে প্রেমিক যুগলের চোখেমুখে থাকে বিরাট উত্তেজনা। হিংসা-হানাহানির এ যুগে ভালোবাসার জন্য ধার্য মাত্র এই দিন! প্রেমিক যুগল তাই উপেক্ষা করে সব চোখ রাঙানি।

বছরের এ দিনটিকে তারা বেছে নেয় হৃদয়ের কথকতার কলি ফোটাতে।
এই দিবসে অশ্লিলতার প্রসার ঘটলেও শ্রভ্রতা যে নেই তা বলা যাবে না। অনেক প্রেমিক যুগলই আছে যারা খোলা আকাশের নিচে ছাঁয়ানিবিড় পরিবেশে মনোরম প্রাকৃতিক সৌন্দর্য্য অবলোকনের মধ্য দিয়ে প্রিয় মানুষটির চোখে চোখ রেখে মনের ভাবাবেগ প্রকাশের জন্য বিশেষ এই দিনটিকে বেছে নেন।

তেমনই এক প্রেমিক যুগল গত রবিবার (১৩ ফেব্রুয়ারী) পড়ন্ত বিকেলে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালিকাপুর রেল ব্রিজের উপর মনের ভাব আদান-প্রদানে ব্যস্ত ছিলেন। হঠাৎ কাবাবের হাড্ডি হয়ে দ্রুত গতিতে ছুটে এলো ট্রেন, দিশেহারা প্রেমিক প্রেমিকা জীবন বাচাঁতে উঁচু ব্রিজ থেকে দিয়েছেন ঝাঁপ। ব্রিজ থেকে পরে দুজনই আহত হলেও মারাত্মক ভাবে আহত হয় প্রেমিকা (মেয়েটি)।

গুরুত আহত অবস্থায় স্থানীয়রা আহতদেরকে পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সে খানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।পরে তাদের অবস্থা আশংক্ষাজনক হওয়ায় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. দিপ্রানাথ মেয়েটিকে ঢাকা পঙ্গু হাসপাতালে এবং ছেলেটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তারা দুজনই ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটা শুনে কাল্পনিক প্রেমকাহিনী মনে হলেও কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের ১০ম শ্রেণীতে পড়ুয়া এতিম মেয়েকে নিয়ে এমন ঘটনাটা ঘটিয়েছে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের শাজাহান খাঁর ছেলে শামিম হোসেন (২২)। শামিম হোসেন নরসিংদী জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত রয়েছেন।

জানা যায়, শামিম অনেকটাই সুস্থ্য রয়েছেন। তবে মেয়েটির অবস্থা গুরুতর। এদিকে শামিম সহ তার পরিবার মেয়েটির সাথে শামিমের প্রেমের বিষয়টি ধামাচাপা দেবার পাঁয়তারা করছে বলে একটি সুত্র জানায়।

গত রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর রেলব্রিজে এ ঘটনা ঘটে। বর্তমানে তারা দুজনই ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: