রাজধানীতে সাত হাজার ইয়াবাসহ ব্যবসায়ী আটক
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
রাজধানীর মতিঝিল মডেল থানা এলাকা থেকে সাত হাজার ইয়াবাসহ মো. বেলাল হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।
সোমবার দুপুরে ডিএমপির গোয়েন্দা ওয়ারী বিভাগের সিনিয়র সহকারী কমিশনার (এসি) মো. শামসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার মধ্য রাতে বিশেষ অভিযান চালিয়ে মতিঝিল মডেল থানার ১২ ডিআইটি রোড, ফকিরাপুলে হোটেল প্রবাস লিমিটেডের সামনে থেকে সাত হাজার ইয়াবাসহ বেলালকে আটক করা হয়।
তিনি আরো জানান, আটক বেলাল ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে ইয়াবা বিক্রি ও সরবরাহ করতেন।
গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা জানান, বেলালের নামে মতিঝিল মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তার রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।