এসপি আব্দুল হালিমের বই ‘সুদান মিশন ও মুজিববর্ষ’
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
পার্বত্য জেলা বান্দরবান (চট্টগ্রাম বিভাগ) এর পর্যটন পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম ছিলেন জাতিসংঘের সুদান মিশনে। সেখানে পাকিস্তানি চিফের সঙ্গে সমঝোতা করে তিনি মুজিব জন্মশতবর্ষের নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে প্রতিষ্ঠা করেন। নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে জাতির পিতার স্ট্যাচু অব ফাদার প্রতিষ্ঠাসহ অনেক কাজ করেন যা বাঙালি জাতিকে মাথা উঁচু করে সেখানে প্রতিষ্ঠা দিয়েছে। পাশাপাশি পরাজিত পশ্চিম পাকিস্তানিরা আবার সেখানে নীতিগতভাবে পরাজিত হয়েছে।
মোহাম্মদ আব্দুল হালিম মিশন থেকে ফিরে এসে পার্বত্য জেলা বান্দরবান-এ যোগদান করেন। তারপর এখানকার পর্যটনকে জনপ্রিয় করতে নানা উদ্যোগ নেন। সরকার পর্যটন পুলিশকে ১১০টি স্পষ্ট তৈরির নির্দেশনা দিলেও এখন পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। হলে বান্দরবানের চিত্র পালটে যাবে।
পর্যটন শিল্পের উন্নয়নের জন্য দৌড়ঝাঁপের পাশাপাশি সুদান মিশনে অর্জিত সাফল্য নিয়ে ‘সুদান মিশন ও মুজিববর্ষ’ গ্রন্থ লিখেন পুলিশের এই কর্মকর্তা। এবারের বইমেলা (২০২২) উপলক্ষে গ্রন্থটি প্রকাশ করেছে ঢাকার অভিজাত প্রকাশনা সংস্থা ‘পূর্বাপর’ ।
রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তার কর্মস্থল বান্দরবান জেলা পরিষদ অডিটোরিয়ামে গ্রন্থটির মোড়ক উন্মোচনের আয়োজন ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। সভাপতি ও উদ্বোধক ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা এবং বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞানকবি হাসনাইন সাজ্জাদী।
আলোচক ছিলেন কবি ও সাংবাদিক লোকমান হোসেন পলা, কবি ও সাংবাদিক সাইদুর রাহমান খান এবং রবিউল ইসলাম খান।