সিলেটে পাসের হার ৯৪.৮০ শতাংশ
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন চার হাজার ৭৩১ জন শিক্ষার্থী। গত বছর এইচএসসিতে সিলেট বোর্ডে পাসের হার ছিল (অটোপাস) শতভাগ।
আজ (১৩ ফেব্রুয়ারি) রোববার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল।
তিনি জানান, এবার বোর্ডে মোট ৬৭ হাজার ৯৯৮ পরীক্ষার মধ্যে ৬৬ হাজার ৬৬১ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ৬৩ হাজার ১৯৩ জন। এর মধ্যে ছাত্র রয়েছেন ২৮ হাজার ৩০৬ ও ছাত্রী ৩৪ হাজার ৮৮৭ জন। আর জিপিএ-৫ পেয়েছেন মোট চার হাজার ৭৩১ জন। এর মধ্যে ছাত্র দুই হাজার ১৯৩ ও ছাত্রী দুই হাজার ৫৩৮ জন।