শিরোনাম

South east bank ad

বোরহানউদ্দিনে নামাজ পড়তে গিয়ে হারানো চালকে অট্রোরিক্সা কিনে দিলেন এমপি মুকুল

 প্রকাশ: ১২ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ভোলা বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোঃ মাহাবুব। গত ১৫ দিন আগে তার উপার্জনের একমাত্র অবলম্বন অটোরিক্সাটি রাস্তার পাশে রেখে মসজিদে নামাজ আদায় করেন। নামাজ শেষে এসে দেখেন তার অটোরিকশটি চুরি হয়ে যায়।

উপার্জনের একমাত্র অবলম্বনটি হারিয়ে দিশেহারা হয়ে পড়ে অটোরিক্সা চালক মাহাবুব।

এরপর বোরহানউদ্দিন বাজার মসজিদের ইমাম মাওঃ মিজানুর রহমান ও মার্কাজ মসজিদের খতিব মাওঃ জালাল আহমেদ বিষয়টি ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল কে অবহিত করেন।

তখন তিনি ঢাকায়। এরই মধ্যে মাহাবুব ৮০ হাজার টাকা জোগার করেন। বাকি ১ লক্ষ টাকা দিয়ে এ সাংসদ তার জীবিকার জন্য একটি অটোরিক্সা কিনে শনিবার বিকালে মাহবুব এর হাতে হস্তান্তর করেন। ওই সময় বোরহানউদ্দিন বাজার মসজিদ এর খতিব মাওঃ মিজান ও ঈদগা মসজিদের খতিব মাওঃ জালাল আহমেদ উপস্থিত ছিলেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: