পিক-আপের ধাক্কায় জয়পুরহাটের যুবক নিহত
মোঃ লিহাজ উদ্দিন, (পঞ্চগড়)
জীবিত বাড়ি ফেরা হলো না ফিরোজ আলমের। জয়পুরহাট থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ঘুরতে এসে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ হারিয়েছেন ফিরোজ আলম (৩০) নামে এক মোটরসাইকেলআরোহী। এসময় আহত হয়েছেন তার সঙ্গে থাকা সোহেল রানা (২০)।
গতকাল শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পঞ্চগড় সদর উপজেলার পিটিআই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর তাঁতিপাড়া এলাকার ফেরদৌসের ছেলে।
আহত সোহেল একই এলাকার বাবলু হোসেনের ছেলে। তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম খান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, জয়পুরহাট থেকে মোটরসাইকেলে যোগে তেঁতুলিয়ায় বেড়াতে এসেছিলেন ফিরোজ ও সোহেল।
এদিকে পঞ্চগড় সদরের পিটিআই নামক এলাকায় এসে তেঁতুলিয়া থেকে পঞ্চগড়গামী একটি পিকআপ ভ্যানের সামনের চাকা ফেটে যায়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা দু’জনই গুরুতর আহত হন।
এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক ফিরোজকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, ঘটনার পর পিকআপ ভ্যানটি ফেলে চালক পালিয়ে গেছেন।