এনটিআরসিএ'র নিবন্ধিত সনদধারীদের প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন
শামীম আলম, (জামালপুর):
এনটিআরসিএ'র নিবন্ধিত সনদধারীদের প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে , জামালপুরে মানববন্ধন করেছেন জেলার নিবন্ধিত শিক্ষকবৃন্দ।
গতকাল (১১ ফেব্রুয়ারি) শুক্রবার সকালে শহরের দয়াময়ী মোড়ে প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন জামালপুর জেলা এই ঘন্টা ব্যাপী মানববন্ধনের আয়োজন করেন।
কেন্দ্রীয় কমিটির সদস্য জাফর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন, জেলা আহব্বায়ক শাবানা ইয়াসমিন , জাকির হোসেন, শিখা আক্তার , লিপি রানী দেপ নাথ , সোহাগ, আরিফুল ইসলাম , ইয়াসমিন আক্তার , আলামিন, সাবেরা আক্তার , সোহাগ আক্তার, সোহাগ রানা, হারুন অর রসিদ ও জাকিউল প্রমূখ।
বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এবং কৃত্রিম শিক্ষক সংকট দূরীকরণে এক আবেদনে নীতিমালা অনুসারে কোটা বিহীন সকল নিবন্ধনধারীদের প্যানেল ভিত্তিক নিয়োগের ব্যবস্থা গ্রহন করে শিক্ষক সমাজকে অভিশাপ মুক্ত করতে প্যানেল ভিত্তিক নিয়োগ ইনডেক্সধারী শিক্ষকদের আলাদা ভাবে বদলির ব্যবস্থার দাবি জানান।