ফুলবাড়িয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
মো: আব্দুস ছাত্তার (ফুলবাড়িয়া) :
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল (১০ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দু:স্থদের হাতে কম্বল তুলে দেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।
কম্বল পেয়ে সুমন কানা জানান, গত কয়েকদিন যাবত বিরাট শীত। স্যার আমারে ২টা কম্বল দিছে আজকে গরম বিছানা গরম হয়ে যাবে। পুলাপানগুলোর আজকে কষ্ট কম হবে।