প্রেমে সাড়া না পেয়ে স্কুলছাত্রী অপহৃত, দুই ভাই গ্রেপ্তার
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
বগুড়ার ধুনটে প্রেমে সাড়া না পেয়ে স্কুলছাত্রীকে অপহরণ করা হয়েছে। সাত দিন পর বুধবার সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশ অপহরণকারী দুই ভাইকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পরানপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে তরিকুল ইসলাম (৩০) ও তার ছোট ভাই নবীর হোসেন (২৮)।
আজ (১০ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া অপহৃত স্কুলছাত্রীকে জবানবন্দি রেকর্ডের জন্য বগুড়া আদালতে ও শারিরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার চিথুলিয়া গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ীর মেয়ে একই এলাকায় গোপালনগর গ্রামে নানার বাড়িতে অবস্থান করে ভান্ডারবাড়ি সালেহা-জহুরা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণিতে লেখাপড়া করে। বিদ্যালয়ে যাতায়াতের পথে বখাটে তরিকুল ইসলাম প্রেমপ্রস্তাব দেওয়ার পাশাপাশি উত্যক্ত করে ওই স্কুলছাত্রীকে। কিন্ত প্রেমে সাড়া না পেয়ে ৩ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে নানার বাড়ির পাশে ফাঁকা রাস্তা থেকে স্কুলছাত্রীকে অপহরণ করে তরিকুল ইসলাম ও তার লোকজন।
এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে ৪ ফেব্রুয়ারি থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় তরিকুল ইসলাম ও তার ছোট ভাই নবীর হোসেন নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩ জনকে আসামী করা হয়।
ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও মামলার এজাহারভুক্ত দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা স্কুলছাত্রীর আদালতে দেওয়া জবানবিন্দ ও ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।