হাতিয়াতে রাস্তার পাশে মিলল ব্যবসায়ীর মরদেহ
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
নোয়াখালীর হাতিয়া উপজেলা থেকে পুলিশ এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশ তাৎক্ষণিক এ হত্যাকান্ডের কোন কারণ জানাতে পারেনি।
নিহত মো. আমিনুল হক (৫৩) উপজেলার আল আমিন গ্রামের ৭নং টুইন হাউজ গ্রামের মৃত আবদুল হালিমের ছেলে। তিনি
পেশায় একজন সবজি ব্যবসায়ী ছিলেন।
গতকাল বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে নিখোঁজের একদিন পর ১নং হরণী ইউনিয়নের ইসলামপুর এলাকায় রাস্তার পাশ থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুর থেকে ব্যবসায়ী আমিনুল হক নিখোঁজ ছিলেন। এরপর বুধবার দুপুরের দিকে ১নং হরণী ইউনিয়নের ইসলামপুর এলাকায় রাস্তার পাশে তাঁর লাশ পড়ে থাকতে দাখে স্থানীয় এলাকাবাসী।
এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।