এমপি শাওনের মায়ের রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত
বিডিএফএন টোয়েন্টিফোর..কম
তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজ প্রতিষ্ঠাতা ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এর মমতাময়ী মা হোসনেয়ারা চৌধুরীর রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (৯ ফেব্রুয়ারি) বুধবার তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের আয়োজনে আসর নামাজের পর তজুমদ্দিন মডেল মসজিদে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
মহিলা কলেজ অধ্যক্ষ হেলালউদ্দিন সুমনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, চাদঁপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণ, প্রেসক্লাব সভাপতি রফিক সাদী, যুবলীগ সম্পাদক আঃ রহমান, শ্রমিকলীগ সম্পাদক আবুল হাসেম, সেচ্ছাসেবক লীগ সভাপতি ইশতিয়াক হাসান, প্রমূখ।
উল্লেখ্য এমপি শাওনের মা হোসনেআরা চৌধুরী বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে সোমবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।