শিরোনাম

South east bank ad

নাটোরের উত্তরা গণভবনের ৫০ বছর পূর্তি আজ

 প্রকাশ: ১০ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, (নাটোর):

নানা কর্মসুচির মধ্য দিয়ে নাটোরের উত্তরা গণভবনের ৫০ বছর পূর্তি উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে গতকাল বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উত্তরা গণভবন গেটে সকল দর্শনার্থী ও দিঘাপতিয়া শিশুসদনের শিশুদের ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসক শামিম আহমেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা। পরে তাদের ভিতরে প্রবেশ করিয়ে সেখানে অবস্থিত গোল চত্বরে ৫০ বছর পূর্তিতে কেক কেটে দিবসের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

উদ্বোধন পরবর্তীতে সবাইকে বঙ্গবন্ধুর স্মৃতিবিজরিত গণভবন চত্বরের দৃশ্যাবলী ঘুরে দেখানো হয়। পরিদর্শন শেষে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়। এ ছাড়া বিকেলে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৭২ সালের ৯ ফেব্রুয়ারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিভাবে দিঘাপতিয়ার রাজবাড়িকে উত্তরা গণভবন হিসেবে নামকরণ করেন। সেই নামকরনের ৫০ বছর পূর্ণ হলো আজ ৯ ফেব্রুয়ারী বুধবার। বঙ্গবন্ধু ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মৃতি বিজরীত দৃষ্টিনন্দন উত্তরা গণভবনে অতিতের ধারাবাহিকতায় আবারও মন্ত্রী পরিষদের বৈঠকের মাধ্যমে উত্তরা গণভবনের নামকরনের সার্থকতা ও গৌরব ফিরিয়ে আনার দাবী রয়েছে নাটোরবাসীর।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: