করোনা পরিস্থিতিতে নিরলস কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী: হুইপ ইকবালুর রহিম
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে করোনাভাইরাস মোকাবিলা সম্ভব হয়েছে। মহামারি পরিস্থিতিতে শেখ হাসিনা ভয় না পেয়ে দেশের মানুষকে রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছেন। করোনাভাইরাস সম্পূর্ণরূপে প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য, চিকিৎসা সেবা, করোনাভাইরাস প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক পর্যালোচনা সভায় এসব কথা বলেন তিনি।
হুইপ ইকবালুর রহিম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারই জনগণের পাশে দাঁড়ায়। যেকোনো দুর্যোগে আওয়ামী লীগই দেশের মানুষকে রক্ষা করেছে। এ কারণে মানুষ আজ শান্তিতে আছে।
এ সময় উপস্থিত ছিলেন, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোমেনুল হক, হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আবু রেজা কল্লোল, কলেজের উপাধ্যক্ষ ডা. সৈয়দ নাদির হোসেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, হাসপাতালের ডা. নুরুজ্জামান, ডা. বদরুল আহসান, ডা. এনামুল হক, ডা. ইশরাত শারমিন, ডা. ওলি আহাদ, ডা. শেখ ফরিদ প্রমুখ।
একইদিন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ছাত্রলীগের আয়োজনে অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। এ সময় বিএমএ সভাপতি ডা. ওয়ারেস আলী সরকার, ইন্টার্ণ চিকিৎসক পরিষদের সভাপতি ডা. আরমান হোসেন, সাধারণ সম্পাদক ডা. জেবা ফারিহা ঐশী, কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. খায়রুল আলম পিয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।