শিরোনাম

South east bank ad

ট্রান্সমিটার চুরি করতে গিয়ে বৃদ্ধ নিহত

 প্রকাশ: ০৮ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া):

বগুড়ার গাবতলীতে বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরির সময় ছানোয়ার হোসেন ছান্না (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ (৮ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকালে গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর মাঝিপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ছান্না উপজেলার কাগইল এলাকার ঠান্ডা মিয়ার ছেলে। তিনি ইটভাটায় কাজ করতেন। লাশ উদ্ধারের সময় তার পাশ থেকে তার কাটার একটি যন্ত্র উদ্ধার করা হয়। গাবতলী মডেল থানার ওসি সিরাজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন ।

ওসি সিরাজুল ইসলাম জানান, সোমবার রাতের কোনো এক সময় মাঝিপাড়ায় শ্যালোমেশিন ঘর সংলগ্ন বৈদ্যুতিক খুটি হতে বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করতে গিয়ে ছান্নু বিদ্যুতায়িত হয়ে খুটির উপর থেকে ছিটকে পড়ে মারা যান। তার শরীরের হাত ও পা পুড়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: