শিরোনাম

South east bank ad

বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে হবিগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ০৮ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ):

বাংলা ইশারা ভাষা দিবস-২০২২ উপলক্ষে হবিগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৭ ফেব্রুয়ারি) সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে দিবসটি পালন করা হয়।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের জন্য আন্তরিক। তিনি প্রতিবন্ধীদের জন্য যে কর্মযজ্ঞ গ্রহণ করেছেন সারা বিশ্বে তা প্রশংসিত হচ্ছে।

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রণীত আইনগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের মূলস্রোতে আনা সম্ভব হবে।

সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান শ্রেণিকেও প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। পরে অনুষ্ঠানের শেষে আটজন শিশুকে হেয়ারিং ডিভাইস প্রদান করা হয়।

এ অনুষ্ঠানে ইশারায় ভাষা ব্যবহারকারী শিশু কিশোর থেকে বিভিন্ন বয়সী মানুষ উক্ত সভায় স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: