পড়া না পাড়ায় মাদ্রাসার শিক্ষার্থী কে পিটিয়ে আহত, আটক শিক্ষক
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
পড়া না পাড়ার কারনে হালিমা (৪) নামে শিশুকে পিটিয়ে আহত করেছে শিক্ষক। বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নে নুরানী মাদ্রাসায় এ ঘটনাটি ঘটেছে।
আহত শিক্ষার্থীর মা অভিযোগ থানায় দিলে গতকাল (০৬ ফেব্রুয়ারি) রবিবার রাতে পুলিশ অভিযুক্ত শিক্ষক রেদোয়ান (৪০) কে গ্রেফতার করেছেন।
সূত্রমতে জানা যায়, উপজেলার টবগী ইউনিয়নের বেপারী বাড়ী'র নুরানী মাদ্রাসায় পড়াশুনা করেন হালিমা। গত শনিবার সে মাদ্রাসায় যায় l
শিক্ষক রেদোয়ান পড়া জিজ্ঞাসা করলে হালিমা বলতে পারেনি। এতে ক্ষিপ্ত শিশুটিকে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন রেদোয়ান। এতে শিশু কন্যার পিঠে লালচে নীলা-ফুলা জখম হয়।
এ ঘটনা শিশুটির মা বিবি মরিয়ম বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় শিক্ষকের বিরুদ্ধে-শিশু আইন ২০১৩ এর ৭০ থানায় মামলা দায়ের করে। যার মামলা নং-৮, তারিখ-০৬/০২/২০২২ইং। এ অভিযোগে রবিবার রাতে ওই মাদ্রাসা হতে অভিযুক্ত শিক্ষক রেদোয়ান কে আটক করেন থানা পুলিশ। সোমবার সকালে তাকে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার ওসি মোঃ শাহীন ফকির জানান, শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে রবিবার অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে রেদোয়ান কে আটক করে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।