শিরোনাম

South east bank ad

মূর্তি ভাঙ্গার দৃশ্য চোখে পড়েনি প্রত্যক্ষদর্শির !

 প্রকাশ: ০৭ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ জাহান রনি, (মাধবপুর):

স্বরস্বতী পূজার পর দিন উচ্চশব্দে স্পীকার বাজানোকে কেন্দ্র করে হবিগঞ্জের মাধবপুরে দু’পক্ষের মাঝে মারামারি হয়েছে। এতে এক পক্ষের মহিলাসহ ৫ জন আহত হওয়ার খরব পাওয়া গেলেও অপর পক্ষের কোন হতাহতের খরব পাওয়া যায়নি।

জানা যায়, উপজেলার আন্দিউড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে গতকাল রোববার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সরজমিনে গিয়ে দেখা যায়, ওই গ্রামের অবনি দাসের বাড়ীতে গত ৫ ফেব্রুয়ারী ইয়াং স্টার ক্লাব স্বরস্বতী পূজা পালন করে।

পরদিন রবিবার ওই পূঁজা মন্ডবে আবার উচ্চ শব্দে স্পীকার বাজাতে থাকে। পূজা শেষ হয়ে যাওয়ার পরও স্পীকারের শব্দে অতিষ্ট হয়ে ওই গ্রামের সাবেক মেম্বার মলাই মিয়া (৫০) বিকাল ৪টার দিকে শব্দ দূষনে বাধা দেয়।

এই বাধার বিষয়টি স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান, ইউনিয়ন সদস্য মোঃ ফুরুক মিয়াকে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়।

ঘন্টা খানেক পরে মিজানুর রহমান, ফুরুক মিয়া গ্রাম পুলিশ সুবেদ আলীকে নিয়ে ওইবাড়ীতে উপস্থিত হয়ে স্পীকার বাজাতে অনুমোতি দিয়ে অপর পূজা মন্ডবে চলে যায় বলে ওই গ্রামের এগেন্দ্র দাসের ছেলে সুকোমল দাস (২১) জানায়। স্পীকার বাজানো শুরু হওয়ায় পূনরায় মলাই মেম্বারসহ লোকজন এসে বাধা দিলে এতে উভয় পক্ষের লোকজনের মাঝে হাতাহাতি হলে সুকোমল দাস (২১), নির্মল দাস (৩৪) অনয়ন দাস (২০), নয়ন দাস (১৮) ও কাজল রাণী দাস (৬০) আহত হয়।

এ বিষয়ে গ্রাম পুলিশ সুবেদ আলীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান-পূজার পরও মাইক বাজাতে নিষেধ করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। মারামারির ঘটনা শেষেও তিনি মূর্তিকে যথাস্থানে দন্ডায়মান দেখেছেন। ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান মলাই মেম্বার ও পূজা উদযাপনকারী লোকদের মাঝে ঝগড়ার কথা স্বীকার করে তিনি জানান মূর্তিটা খাড়া থাকতে দেখেছি।

পরবর্তিতে কিভাবে পড়ল তা আমি দেখেনি। এ ব্যপারে মূর্তি ও পূজা মন্ডব ভাংচুরের অভিযুক্ত সাবেক মেম্বার মলাই জানান- পূজা শেষ হওয়ার পরদিন বিকট শব্দে স্পীকারে গান বাজনায় অতিষ্ঠ হয়ে গ্রামের মানুষ আমাকে অভিযোগ দেয়। শব্দ দূষন রোধে আমি তাদেরকে স্পীকার বাজাতে বাধা দেই।

এতে ক্ষিপ্ত হয়ে নিজেরাই নিজেদের মূর্তি মাটিতে ফেলে আমি সহ লোকজনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে। এ ব্যপারে মাধবপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন- রাতেই পুলিশ সুপার এস এম মুরাদ আলী, স্থানীয় সরকারের উপ পরিচালক মোহাম্মদ নাজমুল হাসানসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রকৃত ঘটনা উদঘাটন করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: