মাদকবিরোধী অভিযানে ৬৩ জন গ্রেফতার
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৬৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গতকাল (০৬ ফেব্রুয়ারি) রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর পর্যন্ত ডিএমপি ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এক বার্তায় ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২ হাজার ৬৬৭ পিস ইয়াবা, ১২৭ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন, ৪১ কেজি ১৩৯ গ্রাম গাঁজা ও ৫. ২৫০ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।
আসামিদের বিরুদ্ধে মাদক আইনে ৪৩টি মামলা করা হয়েছে।
ডিএমপি জানায়, ঢাকাকে মাদকমুক্ত করতে প্রতিনিয়ত এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে।
একই অপরাধে শনিবার থেকে রোববার পর্যন্ত পরিচালিত অভিযানে ৪১ জনকে গ্রেফতার করা হয়। সেসব আসামির বিরুদ্ধে ৩৩টি মামলা দেয় পুলিশ।