পীর হাবিবুর রহমানের মৃত্যুতে আইজিপির শোক
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
গতকাল শনিবার (৫ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় আইজিপি বলেন, পীর হাবিবুর রহমান দেশে আধুনিক সাংবাদিকতার ক্ষেত্রে এক পুরোধা ব্যক্তি ছিলেন।
তার মৃত্যুতে সাংবাদিকতা জগতে এক অপূরণীয় ক্ষতি হয়েছে।
আইজিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।