বিশিষ্ট সাংবাদিক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে আইসিটি প্রতিমন্ত্রীর শোক
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
বিশিষ্ট কলামিস্ট ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি।
এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, পীর হাবিবুর রহমানের মৃত্যুতে দেশের গণমাধ্যম জগতের যে ক্ষতি হলো তা কখনো পূরণ হবার নয়। দেশে সাংবাদিকতার উন্নয়ন ও বিকাশে পীর হাবিবুর রহমান যে ভূমিকা রেখেছেন সংবাদকর্মীগন তা চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।।
আইসিটি প্রতিমন্ত্রী বার্তায় মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।