লাকসাম ও কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ীর অভিযানে গাঁজা উদ্ধার
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
“লাকসাম রেলওয়ে থানা ও কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ী কর্তৃক মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় মোট ৪৬কেজি গাঁজা উদ্ধার” করেছে।

মোহাম্মদ হাছান চৌধুরী, পুলিশ সুপার, রেলওয়ে জেলা, চট্টগ্রামের নির্দেশনায় গত ০৪/০২/২০২২খ্রিঃ তারিখ কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই (নিঃ) দিনমনি বড়ুয়া সংগীয় কনস্টেবল/১৪৬ মোঃ আলমগীর হোসেন, কনস্টেবল/১৭৯ মোঃ হাসানুল ইসলাম কনস্টেবল/১১১৮ মোঃ ইমরান হোসেন সহ বিশেষ অভিযান পরিচালনা করে কুমিল্লা রেলওয়ে স্টেশনের ০১ নং প্লাটফর্মের উত্তর মাথায় প্লাটফর্মের উপর হতে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় ৩৬ (ছত্রিশ) কেজি মাদকদ্রব্য গাঁজা উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় উদ্ধার করেন।
এছাড়াও গত ০৪/০২/২০২২খ্রিঃ তারিখ লাকসাম রেলওয়ে থানার এটিএসআই/মতিউল ইসলাম সংগীয় ফোর্সসহ ঢাকা হতে চট্টগ্রামগামী কর্ণফূলি ট্রেনে মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান বিরোধী অভিযান ডিউটি করাকালীন ‘গ’ বগির টয়লেটের পাশে নেভি ব্লু রংয়ের ট্রলির মধ্যে বাদামি কসটেপ মোড়ানো ১০কেজি মাদকদ্রব্য গাঁজা পেয়ে উপস্থিত সাক্ষীদের মোকাবিলায় মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন।