শিরোনাম

South east bank ad

৩দিন ব্যাপি সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

 প্রকাশ: ০৪ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

খন্দকার রবিউল ইসলাম, (রাজবাড়ী):

জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত রাজবাড়ী জেলার সাংবাদিকদের ৩দিন (৪-৬ ফেব্রুয়ারি) বুনিয়াদি প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) রাজবাড়ী সার্কিট হাউজ মিলনায়তনে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান।

উদ্বোধনী দিনে বুনিয়াদি সাংবাদিকতায় ৩৫জন অংশগ্রহণকারী সাংবাদিককে প্রশিক্ষণ দেন,বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এর প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী,গণমাধ্যমকর্মী ও লেখক মোহাম্মদ শাহাবুদ্দিন।

অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩৫ জন সাংবাদিককে যমুনা টিভির বিশেষ প্রতিনিধি মাহফুজ মিশু রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন।

তিনদিনের এ প্রশিক্ষণে রাজবাড়ী জেলার গোয়ালন্দ, বালিয়াকান্দি, পাংশা, কালুখালী ও সদর, উপজেলার ৭০জন সাংবাদিক অংশ নেন।

এসময় রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিসার শাহীন মিয়া, রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকন্ঠের সম্পাদক খোন্দকার আব্দুল মতিন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: