গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক(নিঃ) জনাব মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় এসআই(নিঃ)/ অঞ্জন সিংহ, কনস্টেবল/৭৩৫ জীবন মিয়া, কনস্টেবল/১৯৮৫ মোঃ আব্দুল হেলিম, কনস্টেবল/১৮১২ আব্দুল ওয়াহিদ, কনস্টেবল/২২৭০ মাহবুবুর আলম, কনস্টেবল/২৪০৫ আব্দুল্লাহ আল-মামুন, সর্ব কর্মস্থল মহানগর গোয়েন্দা বিভাগ, এসএমপি, সিলেট এবং ড্রাইকং/১১৬৮ মোঃ সোহাগ মিয়া, মোটরযান শাখা, এসএমপি, সিলেট-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি কোতয়ালী মডেল থানাধীন পূর্ববন্দরবাজার সাকিনস্থ বাংলা চাউলের আড়ৎ নামীয় দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী আসামী ১। মোঃ মনিরুজ্জামান (২০), পিতা- মোঃ উমর ফারুক, সাং- আলিয়াপাড়া, থানা- নিকলী, জেলা- কিশোরগঞ্জ, বর্তমানে মোহন মাস্টারের কলোনী, রায়নগর, দক্ষিণপাড়া, থানা- কোতয়ালী, জেলা- সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজাত হতে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় জানায় যে, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো সিলেট কাষ্টঘর এলাকা হতে পাইকারী দরে ক্রয় করে এনে ঘটনাস্থল এলাকা সহ সিলেট শহরের বিভিন্ন এলাকার মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী দরে বিক্রি করে থাকে।
উক্ত মাদক ব্যবসায়িদ্বয়ের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।