গৌরীপুরে সিধলা ইউনিয়নে নৌকার প্রচারণায় মুক্তিযোদ্ধার সন্তানরা
মশিউর রহমান কাউসার, (ময়মনসিংহ):
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ১০নং সিধলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ ফেব্রুয়ারী দুটি ভোট কেন্দ্রে পুনঃগ্রহন অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীনের নৌকা প্রতীক কে বিজয়ী করার লক্ষে
গতকাল বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী) স্থানীয় ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গৌরীপুর পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসার ও সাধারণ সম্পাদক উজ্জল চন্দ্রের নেতৃত্বে এতে অংশগ্রহন করেন, সংগঠনের বোকাইনগর ইউনিয়নের সভাপতি বিল্লাল হোসেন, উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, সদস্য রাজিবুল হক, জহিরুল ইসলাম ছোটন, আওয়ামী লীগ নেতা এম এ সালামসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।