শিরোনাম

South east bank ad

পঞ্চগড়ে দেশি অস্ত্র ও ট্রাকসহ দুই ডাকাত আটক

 প্রকাশ: ০৪ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

পঞ্চগড়ের বোদা উপজেলায় দেশি অস্ত্র ও ট্রাক নিয়ে ডাকাতি করতে আসা ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে বিষয়টি নিশ্চিত করেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী।

গত (০২ ফেব্রুয়ারি) বুধবার রাতে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের আমতলা বাজার থেকে টুনিরহাটগামী রাস্তার ওপর আমতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুই ডাকত সদস্য হলেন- বগুড়া জেলার শিবগঞ্জ থানার অনন্তপুর মোকামতলা এলাকার মালেকের ছেলে ফারুক (২১) ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার সাপমাড়া ইউনিয়নের ঝিড়াই এলাকার হাফিজুর রহমানের ছেলে সোহেল (২০)।

পুলিশের করা এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ডাকাতির উদ্দেশে আমতলা এলাকায় দেশি অস্ত্রসহ ছয় চাকার একটি ট্রাক নিয়ে একত্রিত হয় আটজনের একটি ডাকাত দল। বিষয়টি টের পেয়ে পুলিশের একটি টহল দল কাছে এগিয়ে গেলে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করেন। এসময় পুলিশ ধাওয়া করে দুই ডাকাতকে ধরতে পারলেও ছয়জন পালিয়ে যান।

এসময় ঘটনাস্থল থেকে দু’টি লোহার তৈরি হাতল যুক্ত হাঁসুয়া, একটি শাবল, চারটি রড, ছয় টুকরো রশি, একটি ছয় চাকার ট্রাক ও তিনটি মোবাইল ফোন জব্দ করে। বাকি ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, আটক দুইজনসহ ডাকাত দলের আট সদস্যের নামে পেনাল কোড ৩৯৯/৪০২ ধারায় থানায় মামলা করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: