অতিরিক্ত পুলিশ সুপার কে "আইজিপি ব্যাজ" পরিয়ে দেওয়া হলো
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
২০২১ সালে প্রসংশনীয় ও কল্যাণকর কাজের স্বীকৃতি হিসেবে পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মাহফুজুর রহমানকে পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ (আইজিপি ব্যাজ) পরিয়ে দেওয়া হয়েছে।
গতকাল (০৩ ফেব্রুয়ারি) সকালে পটুয়াখালী পুলিশ লাইন্স কনফারেন্স রুমে মাসিক কল্যাণ সভায় আগত সকল অফিসার ও ফোর্স এর উপস্থিতিতে অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে আইজিপি ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) মহোদয়ের পক্ষ থেকে এই ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার, পটুয়াখালী জনাব মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম স্যার। ব্যাজ পদকের পাশাপাশি আর্থিক পুরস্কারও দেওয়া হয়েছে। ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’, ‘ই’ ও ‘এফ’- এই ছয় ক্যাটাগরিতে ভাগ করে ব্যাজ দেওয়া হয়।অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান "বি" ক্যাটাগরিতে পুরস্কারে ভূষিত হয়েছেন।
কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্বপালন, পেশাদারিত্ব, পুলিশ বাহিনীর মর্যাদা বেড়েছে এমন কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ভালো কাজের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর পুলিশ সপ্তাহে আইজিপি ব্যাজে মনোনীত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের এই পদক দেওয়া হয়। এছাড়া যারা আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কার্যক্রম, মামলার রহস্য উদঘাটন, ভালো পুলিশিং, সরকারি ও ব্যক্তিগত কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি বাড়ানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখেন তাদের এই পদকের জন্য নির্বাচিত করা হয়।
পুরস্কার পাওয়া কর্মকর্তাদের পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে ব্যাজ পরিয়ে দেওয়ার কথা থাকলেও করোনার কারণে এবার নিজ নিজ দপ্তরে পৌঁছে দেওয়া হয় এই ব্যাজ।
আইজিপি ব্যাজ প্রাপ্ত কর্মকর্তা তার অনুভূতি ব্যক্ত করে বলেন এ পুরস্কারের কৃতিত্ব জেলা পুলিশের সকল সদস্যের। তাদের আন্তরিকতা, নিষ্ঠা ও টিম পটুয়াখালী হয়ে কাজ করার মহানুভবতাই এ পুরস্কারের মূল নিয়ামক। আমি শুধু টিম পটুয়াখালীর এক সক্রিয় গর্বিত সদস্য। তিনি এ জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া জানান এবং আইজিপি স্যার, বরিশাল রেঞ্জ ডিআইজি স্যার সহ বাংলাদেশ পুলিশের উর্ধতন কর্মকর্তা সর্বোপরি টিম পটুয়াখালীর দক্ষ ও সুযোগ্য টিম লিডার পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এসময় তিনি অন্তবিহিন এ পথ চলায় দৃঢ়ভাবে পাশে থাকার জন্য পরিবারের সকল সদস্যকে স্মরণ করেন।
আইজিপি ব্যাজ প্রাপ্ত কর্মকর্তাকে অভিনন্দন জানিয়েছেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ শজীদুল্লাহ, পিপিএম । তিনি বলেন, প্রসংশনীয় ও ভালো কাজের এ স্বীকৃতি আগামী দিনে কর্মস্পৃহা বহুগুণ বাড়িয়ে দিবে যা মাননীয় প্রধানমন্ত্রীর রুপকল্প ২০৪১ ও ডেল্টাপ্লান বাস্তবায়নে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের পুলিশ বিনির্মাণে সহায়ক হবে এবং জাতির পিতার জনতার পুলিশ বাস্তবায়িত হবে। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পাওয়া এ পুরস্কার অন্যান্য পুলিশ সদস্যদের ভালো কাজে উতসাহিত করবে। তিনি আরো বলেন সকলে সর্বোচ্চ চেষ্টা করবেন মুক্তযুদ্ধের প্রথম বুলেট নিক্ষেপকারী বাংলাদেশ পুলিশের দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার যাতে মানুষ তাদের কাংখিত সেবা থেকে বঞ্চিত না হয়।। এতে দেশের মানুষের পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস বহুগুণ বাড়বে।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (কলাপাড়া সার্কেল) আহাম্মদ আলী, সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরী, সকল থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন ইউনিট ইনচার্জ সহ বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।