শিরোনাম

South east bank ad

গত বছর ৭০৩ কোটি টাকা রাজস্ব আদায় করেছি: ডিএসসিসি মেয়র

 প্রকাশ: ০৩ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, সবার ঐকান্তিক প্রচেষ্টা ও কর্মদক্ষতায় গত অর্থবছরে আমরা ৭০৩ কোটি টাকা রাজস্ব আদায় করতে পেরেছি। কর্পোরেশনের ইতিহাসে এটাই সর্বোচ্চ রাজস্ব আয়। এ বছর আমরা ৯০০ কোটি টাকা রাজস্ব আদায় পারবো বলে আশাবাদী।

আজ (০৩ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের মেয়র হানিফ অডিটরিয়ামে সার্বিক রাজস্ব আদায়ের পর্যালোচনা সভায় এসব কথা জানান তিনি।

মেয়র তাপস বলেন, একটি বিষয়ে আমরা ঢাকাবাসীকে ভরসা দিতে পেরেছি যে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আর ভঙ্গুর সংস্থা নয়। দক্ষিণ সিটি কর্পোরেশন ঢাকাবাসীকে সেবা দেওয়ার মতো একটি অত্যন্ত দক্ষ ও যোগ্য প্রতিষ্ঠান। আমরা ঢাকাবাসীকে সেটা দেখাতে সক্ষম হয়েছি।

মাঠ পর্যায়ের কার্যক্রমে আরো গতিশীলতা আনার নির্দেশনা দিয়ে তিনি বলেন, মাঠ পর্যায়ে আরো বেশি পরিদর্শন করতে হবে। দফতরে বাসায় লোকজন টাকা দিয়ে যাবে, এ ধরনের ধ্যান ধারণা একদম মুছে ফেলতে হবে। সপ্তাহে সুনির্দিষ্টভাবে কয়দিন মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করা হবে। কয়দিন দাফতরিক কাজ সম্পন্ন করব, তা সমন্বয় করে সূচি করতে হবে। যারা মাঠ পর্যায়ে কাজ করবে তাদের কাজের যেন ঢেউ পাওয়া যায়।

কর আদায়ে আরো বেশি দক্ষতা প্রমাণের নির্দেশনা দিয়ে ডিএসসিসি মেয়র বলেন, কর কর্মকর্তা থেকে শুরু করে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সবাই অত্যন্ত দক্ষ। সুতরাং যেসব ক্ষেত্রে সমস্যা দেখবেন তা তাদের সঙ্গে আলাপ করে, সমন্বয় করে সমাধান করবেন।

এ সময় অন্যান্যের মধ্যে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদ, সচিব আকরামুজ্জামান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা, প্রধান কর কর্মকর্তা আরিফুল হক, উপ-প্রধান কর কর্মকর্তা মো. শাহজাহান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: