গভীর নলকূপের পাম্প তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই জনের মৃত্যু
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া):
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে গভীর নলকূপের ছিড়ে যাওয়া পাম্প তুলতে গিয়ে গভীর নলকূপের মালিক সাইদুল (১৯) সহ মিস্ত্রী গোলাম মোস্তফা (৪০) বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার ১ নং নাওগাঁও ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের সাইদুলের গভীর নলকূপের ছিঁড়া পাম্প তুলতে গিয়ে বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে আসেন পাশের গ্রামের গভীর নলকুপ মিস্ত্রী গোলাম মোস্তফা।
পাম্পটি ঠেলে উপরে তোলার সময় পাইপে বিদ্যুৎস্পর্শে তারা দুজনেই ঘটনা স্থলে মারা যান ফুলবাড়িয়া উপজেলার অফিসার ইনচার্জ ( ওসি) মোল্লা জাকির হোসেন জানান, হাসপাতাল থেকে আমাকে ফোনে বিষয়টি জানিয়েছেন। ঘটনাস্থলে লাশ উদ্ধারে পুলিশ পাঠানো হয়েছে।