স্কুলের পাশেই ফেলা হচ্ছে ময়লা:দুর্গন্ধে অতিষ্ঠ শিশুর
শেখ জাহান রনি, (হবিগঞ্জ):
হবিগঞ্জের মাধবপুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ময়লার দুর্গন্ধে কেমলমতি শিশু শিক্ষার্থী'রা অতিষ্ঠ। পাশাপাশি মসজিদে আসা মুসল্লিসহ প্রতিদিন শত শত পথচারী ও যানবাহনের যাত্রীদের উৎকট দুর্গন্ধ সহ্য করেই ওই রাস্তা দিয়ে পার হতে হচ্ছে।
উপজেলার জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের পাশে পূর্ব দিকের দেয়াল ঘেঁষে খালের উপর দীর্ঘদিন জগদীশপুর বাজারের ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এতে জনসাধারণের চলাচলে চরম অসুবিধা হলেও নেই কাহারো নজরদারি। বিদ্যালয়ের বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ভেতরে সুন্দর-ছিমছাম পরিবেশে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান দেয়া হয়।কিন্তু ময়লার দুর্গন্ধে ব্যহত হচ্ছে শিক্ষার সুষ্ঠু পরিবেশ।
সরজমিনে গিয়ে দেখা যায়, জবাই করা মুরগির পালক, নাড়িভুড়ি গাড়ি থেকে সেখানে ফেলছে । সাংবাদিক পরিচয়ে জিজ্ঞেস করতে গেলে দ্রুত চলে যায়। ফলে এগুলো পঁচে গিয়ে উৎকট গন্ধের সৃষ্টি হচ্ছে। এতে এতে ঝুঁকির মধ্যে পড়ছে ওই স্কুলের ছাত্র ছাত্রীদের জীবন সহ এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য।জগদীশপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী বৃষ্টি দেব বলেন, আমাদের স্কুল গেটের সামনে ময়লা রাখায় আমাদের চলতে খুবই কষ্ট করতে হয়।নাক ধরে কোন রকম চলাফেরা করতে হয়।এর থেকে পরিত্রাণ আশা করি।
জগদীশপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ খান বলেন স্কুলের পাশে ময়লা ফেলার বিষয় টি অবগত হয়েছি,আমি চেষ্টা করব বিষয় টি সমাধান করতে।
মাধবপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও বিদ্যালয় পরিচালনায় এডহক কমিটির সভাপতি দিজেন্দ্র আচার্য জানান বিগত দিনে বিদ্যালয় পরিচালনা কমিটিতে যারা ছিল তারা আমাদের বিষয়টি আমাদের নজরে আনে নাই, এখন যেহেতু অবগত হয়েছি দ্রুত এখান থেকে ময়লা অপসারণ করতে জগদীশপুর ইউনিয়ন এর চেয়ারম্যান এর কাছে লিখিত ভাবে আবেদন করব।
মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন বলেন বিষয়টি জগদীশপুর বাজারের কমিটির সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করব