আদিবাসীদের কল্যাণে নিজেকে আত্ম-নিয়োগ করেছেন অন্তর হাজং
আব্দুর রহমান, (নেত্রকোনা):
আদিবাসী সম্প্রদায়, এক সময় পিছিয়ে পড়া জাতি গোষ্ঠী বলতে যাদেরকে বুঝানো হতো। যাদের বসবাস সীমান্তবর্তী জনপথ বা পাহাড়ী অঞ্চলে। শিক্ষা-দীক্ষায় পিছিয়ে থাকা এই জাতি গোষ্ঠী এখন যুগের সাথে সাথে তাদেরও জীবন-মানের উন্নয়ন ঘটানোর চেষ্টায় কাজ করছে তারা।
কেউ কেউ আবার চরম দারিদ্রতার মাঝেও শিক্ষা অর্জন করে এলাকার পিছিয়ে পড়া তাদের গোত্রের মানুষের কল্যাণে নিজেকে আত্ম-নিয়োগ করেছেন তাদেরই একজন অন্তর হাজং।
বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন এর কেন্দ্রীয় কমটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক অন্তর হাজং নেত্রকোনা জেলার হাজংদের নিয়ে শিক্ষা সাহিত্যের সংস্কৃতির বিকাশসহ করোনা কালীন সময়ে গরীব দুঃখী আদিবাসীদের পাশে দাঁড়ানো, তাদেরকে সাস্থ্যবিধি মেনে চলতে ও মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছেন।
করোনা কালীন সময়ে যেন কোন শিক্ষার্থী ঝড়ে না পড়ে সে জন্য নেত্রকোনা জেলার বিভিন্ন স্থানে সেমিনার করে আদিবাসী ছাত্র সমাজের পাশে দাড়িয়েছেন তিনি।
হাজংরা যেন অভাবে পড়ে সহজেই ধর্মান্তরিত না হয়, সে লক্ষ্যে সমাজে জনসচেতনতা সৃষ্টি করছেন। তার কাজে স্থানীয় হাজং নেতারা ও আদিবাসী সমাজ এর লোকজনও এগিয়ে এসেছেন।
স্থানীয় নেতারা বলেন, অন্তর হাজং দুর্গাপুর হাজং ছাত্রসংগঠন এর সভাপতি, সে হাজংদের নিয়ে অল্প সময়ে খুব ভালো কাজ করে যাচ্ছেন। সাধারণ মানুষদের সাহায্য সহযোগিতাসহ বিপদে পাশে দাড়াচ্ছে। তার নিরলস পরিশ্রমে হাজং সংগঠনটি আবারো কাজের স্পিরিট পাচ্ছে।
এ ব্যাপারে অন্তর হাজং এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি হাজংদের নিয়ে কাজ করে যেতে চাই, তাদের সকল দুঃখ দুর্দশায় পাশে থেকে সমাধান করতে চাই। হাজংরা যেন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয় সে দিকে লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছি।
প্রত্যেক হাজং ছেলে মেয়ে যেন তাদের নিজস্ব ভাষা সাহিত্য সংস্কৃতি জানে ও নিজের মাতৃভাষায় কথা বলে সেদিক গুলোর উপর জোড় দিচ্ছি এবং হাজংদের সংগীত আদিবাসী নাচ গান সকল ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছি সকলের সহযোগিতায়।
আপনারা দোয়া করবেন যেন বাংলাদেশে হাজংদের সাহিত্য সংস্কৃতি ইতিহাস সঠিক ভাবে নতুন প্রজন্মের হাতে যেন পৌচ্ছে দিতে পারি এবং সীমান্তবর্তী কলমাকান্দা দুর্গাপুর, আদিবাসী অধ্যুষিত এই জনপথে রয়েছে কোচ, বানাই গারো হাজাংসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ।
আমি তাদের মধ্যে একজন, আমি নেত্রকোনা দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের খুজিগড়া গ্রামের বাসিন্দা। বিভিন্ন সময় উপজাতি সম্প্রদায়ের পিছিয়ে পড়া মানুষদেরকে নিয়ে কাজ করে যাচ্ছি। বিভিন্ন সময় আমার সামর্থ্য অনুযায়ী আদিবাসী সম্প্রদায়েরর আপদে বিপদে পাশে থাকার চেষ্টা করে আসছি।