ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ঢাকার পৃথক এলাকা থেকে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।
রাজধানীর শাহজাহানপুর ও সাভার থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার আসামিরা হলেন- মো. অপু সরকার, মো. শাহাবুদ্দিন সবুজ ও নুর মোহাম্মদ।
গতকাল (০২ ফেব্রুয়ারি) বুধবার দুপুরে উত্তরা বিভাগের সহকারী কমিশনার (এসি) শাহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
এসি শাহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার মৌচাক এলাকায় ইয়াবা বিক্রি করা হচ্ছে বলে গোপন সংবাদ পায় পুলিশ। সেই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি অপু ও সবুজকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেফতার অপু ও সবুজের দেওয়া তথ্যমতে ঐ রাতেই সাভার থানার আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ইয়াবাসহ নুর মোহাম্মদকে গ্রেফতার করা হয়। এছাড়া শাহজাহানপুর থানায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।