ছাত্রলীগের পক্ষে সালথা ছাত্রলীগ নেতাদের মাস্ক বিতরণ
জাকির হোসেন, (ফরিদপুর):
সারা বিশ্বে মহামারি করোনা ভাইরাস ওমিক্রন ভ্যারিয়ন্ট এর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ফরিদপুর জেলা ছাত্রলীগ এর নির্দেশেক্রমে সালথা উপজেলা ছাত্রলীগ নেতাদের পক্ষ থেকে মাস্ক বিতরন করা হয়েছে।
আজ বুধবার (২ ফেব্রুয়ারি) দিনব্যাপী সালথা সদর বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে এই মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগকর্মী আবু মুসা মাতুব্বর, মোঃ ইমরান হোসেন, মোঃ নাহিদ মোল্লা, তালহা ইসলাম, শাকিব হাওলাদার প্রমুখ। এছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ছাত্রলীগকর্মী আবু মুসা সাংবাদিকদের বলেন, মহামারী করোনা ভাইরাস (কোভিট ১৯) সংক্রমণের সংখ্যা দিনদিন বেড়ে চলেছে। ইতিমধ্যে মধ্যে ওমিক্রন নামক ভাইরাসের দেখা দিয়েছে এই ভাইরাস বিস্তার রোধে জেলা ছাত্রলীগের দিকনির্দেশনায় মানুষের মাঝে মাক্স বিতরণ করছি।
এছাড়াও তিনি সকলের উদ্দেশ্যে বলেন মাক্স পরিধান করুন স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করুন।